ফোর্ডের বাজারমূল্য ১০ হাজার কোটি ডলার ছুঁয়েছে

বণিক বার্তা ডেস্ক

ফোর্ড মোটরের বাজারমূল্য প্রথমবারের মতো ১০ হাজার কোটি ডলারের মাইলফলকে পৌঁছেছে। সম্প্রতি মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটির শেয়ারদর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়। খবর সিএনবিসি।

সম্প্রতি ফোর্ডের শেয়ারদর দশমিক শতাংশ বেড়ে প্রতি শেয়ার ২৫ ডলার ৮৭ সেন্টে পৌঁছে। এর মাধ্যমে সংস্থাটির বাজারমূল্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত হয়। তবে এরপর আবার শেয়ারদরে পতনের কারণে বাজারমূল্য হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে আসে।

ব্যাপক জনপ্রিয় এফ-১৫০ পিকআপ ট্রাকের উৎপাদন দ্বিগুণ করার ঘোষণার পরই ফোর্ডের শেয়ারদরে উল্লম্ফন দেখা দেয়। বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে আক্রমণাত্মক কৌশলের অংশ হিসেবে ঘোষণা দেয়া হয়। ব্যাপক চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের বাজারে ফোর্ডের এফ-১৫০ ট্রাকের ঘাটতি তৈরি হয়েছে। এমনকি সক্ষমতার বাইরে চলে যাওয়ায় সংস্থাটিকে মার্কিন ডিলারদের থেকে রিজার্ভেশন নেয়াও বন্ধ করতে হয়েছে।

ফোর্ডের বাজারমূল্য আরেক মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরসের চেয়েও বেশি। বর্তমানে সংস্থাটির বাজারমূল্য প্রায় হাজার কোটি ডলার। এছাড়া বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা রিভিয়ানের বাজারমূল্য হাজার ২০০ কোটি ডলার। নভেম্বরে শেয়ারদরে উল্লম্ফন হলেও সেটা ধরে রাখতে ব্যর্থ হয় রিভিয়ান। বাজারমূল্য বাড়ার ক্ষেত্রে ফোর্ড টেসলাকে অনুসরণ করছে। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার বাজারমূল্য লাখ কোটি ডলারেরও বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন