উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে মোহাম্মদ বেলাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের মোট আটজন আহত হয়েছেন। নিহত বেলাল বরের চাচা। শনিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনা ঘটে। হত্যায় জড়িত থাকার অভিযোগে কনের চাচাতো ভাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)--এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-০৯-এর ব্লক সি/১৯- অবস্থিত শেডের সামনে ঘটনা ঘটে। বিয়েকে কেন্দ্র করে কনে খালেদা বিবির (১৬) পরিবারের সদস্যদের সঙ্গে বর মো. ইদ্রিসের পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, বর মো. ইদ্রিসের সঙ্গে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার চারদিন আগে খালেদা ইদ্রিসের বাসায় চলে গেলে বরের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তবে বিয়ে মেনে নেয়নি কনে পক্ষ। শনিবার বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে কনে পক্ষ রাত ৮টার দিকে বর পক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত বরের চাচা মোহাম্মদ বেলালকে (৪০) পুলিশ উদ্ধার করে তার্কিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আহতরা হলেন বরের বাবা মো. ইউনুস (৪৫), বরের চাচা মো. আইয়ুব (৩৫), প্রতিবেশী শিশু মো. উমর (), মো. আইয়ুব (২৭), সিরাজুল ইসলাম (৩৫), কনের বাবা আব্দুর রহমান (৫২), মামা হারেসুর রহমান (২০) এবং আনোয়ার সাদেক (২১)

আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন