বিদায়ী ভাষণে জার্মানদের টিকা নিতে অনুরোধ মেরকেলের

বণিক বার্তা ডেস্ক

জার্মানির নাগরিকদের নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে আহ্বান জানিয়েছেন দেশটির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। তিনি বলেন, কভিড-১৯-এর চতুর্থ ঢেউ সামাল দিতে টিকার কোনো বিকল্প নেই। নিজের বিদায়ী বক্তব্যে দেশবাসীর কাছে অনুরোধ করেন তিনি।

মেরকেল বলেন, আমরা একটি গুরুতর পরিস্থিতির মধ্যে রয়েছি। দেশের কিছু কিছু স্থানের পরিস্থিতি একেবারে নাটকীয় পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোয় (আইসিইউ) কোনো শয্যা খালি নেই। হঠাৎ করে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে ভর্তি করার মতো অবস্থাও অনেক স্থানে নেই।

দেশটির বিদায়ী চ্যান্সেলর বলেন, সে কারণে আমি আবারো জরুরি ভিত্তিতে আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে প্রাণঘাতী ভাইরাসকে গুরুত্বের সঙ্গে দেখুন। নিজেদের টিকার আওতায় আনুন। হোক সেটা প্রথম ডোজ বা বুস্টার। টিকা নিতে শুরু করুন। আগামী সপ্তাহে সোস্যাল ডেমোক্র্যাট ওলাফ শলজের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন অ্যাঙ্গেলা মেরকেল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন