চীনে ফক্সওয়াগনের গাড়ি বিক্রি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম নয় মাসে চীনে ফক্সওয়াগনের ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বিক্রি তিনগুণ বেড়েছে। সম্প্রতি এক ঘোষণায় তথ্য নিশ্চিত করেছে জার্মানভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি। খবর রয়টার্স সিনহুয়া।

সম্প্রতি ফক্সওয়াগন জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারে চীনে তাদের ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি (বিইভি) বিক্রি হয়েছে ৪৭ হাজার ২০০ ইউনিট, গত বছরের একই সময়ে যা ছিল ১৫ হাজার ৭০০ ইউনিট। ফক্সওয়াগনের বিক্রয় বিভাগের প্রধান ক্রিশ্চিয়ান ডালহেইম বলেন, তৃতীয় প্রান্তিকে চীনের বাজারে আমাদের বিইভি বাজার উল্লেখযোগ্য সম্প্রসারিত হয়েছে। চলতি বছর ৮০ হাজার থেকে এক লাখ ইভি বিক্রির লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগোচ্ছি আমরা।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের উপাত্তে দেখা গেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বরে চীনে ২১ লাখ ৬০ হাজার ইউনিট ইভি বিক্রি হয়েছে, গত বছরের একই সময়ের চেয়ে যা বেড়েছে ১৯০ শতাংশ। একই সময়ে যাত্রীবাহী গাড়ি বিক্রি ১১ শতাংশ বেড়ে কোটি ৪৮ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।

মহামারী পরবর্তী সময় চলতি বছরে চীনের গাড়ি বাজার ঘুরে দাঁড়াতে শুরু করলেও নতুন শঙ্কা রয়েছে। চিপ সরবরাহ সংকট, উচ্চ লজিস্টিকস ব্যয় বৈশ্বিক রাজনীতি আগামী দিনগুলোতে প্রভাব রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন