অস্ট্রেলিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে মেলবোর্নের একটি শহরের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল সোয়া নয়টার দিকে ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীর অদূরে ম্যানসফিল্ড শহরে এটি আঘাত হানে।

মেলবোর্ন ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসে কম্পন অনূভুত হয়েছে। সেখানে ৪ ও ৩ দশমিক ১ মাত্রার দুটি মৃদু ভূমিকম্প হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি অস্ট্রেলিয়ার বড় ভূমিকম্পগুলোর একটি, তা সত্ত্বেও এতে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিস বলেছেন, এ পর্যন্ত ভূমিকম্পে গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এটি খুবই ভালো খবর।

এদিকে ভিক্টোরিয়ার স্টেট ইমার্জেন্সি সার্ভিস সম্ভাব্য আরো ভূমিকম্পের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে। ভূমিকম্প থেকে বাঁচতে ক্ষতিগ্রস্ত ভবন এবং অন্যান্য ঝুঁকি এড়িয়ে চলতে বলা হয়। প্রয়োজন ছাড়া গাড়ি চালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন