টিকা না নিলে বিধিনিষেধের মুখে পড়বে জার্মানরা

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ প্রতিরোধী টিকা না নেয়া জার্মানরা বিধিনিষেধের মুখোমুখি হতে পারেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের চিফ অব স্টাফ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার মতে, আগামী মাসে কভিডের সংক্রমণ যদি নতুন উচ্চতায় পৌঁছে যায় তবে টিকা না নেয়া মানুষদের জন্য বিধিনিষেধ আরোপের প্রয়োজন হতে পারে।

এক সাক্ষাত্কারে হেলগে ব্রাউন জানান, জার্মানিতে কভিডজনিত লকডাউন আশা করেন না তিনি। রেস্তোরাঁ, সিনেমা থিয়েটার স্টেডিয়ামগুলোর মতো স্থানে টিকা না নেয়া লোকদের নিষিদ্ধ করা হতে পারে। ব্রাউন বলেন, গুরুতর অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য কভিড টিকা নেয়া জরুরি। আর এজন্য টিকা না নেয়া ব্যক্তিদের চেয়ে টিকা নেয়া ব্যক্তিদের অবশ্যই বেশি স্বাধীনতা থাকবে। ধরনের নীতিগুলোর আইনি ভিত্তি থাকবে। কারণ নাররিকদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব রাষ্ট্রের হাতে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানির টিকাদান কার্যক্রম ধীর হয়ে গেছে। ফলে এখনো যারা টিকা নেননি, তাদের কীভাবে টিকা নিতে উৎসাহিত করা যায় সে সম্পর্কে আলোচনা শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন