মোবাইল অ্যাপে ভাড়া বাসার খোঁজ

বণিক বার্তা অনলাইন

রাজধানীতে উঁচু দালানের ফাঁকে এক চিলতে আকাশ দেখা কষ্টকর। তবে এর চেয়েও কষ্টকর লাখ লাখ বাসার মধ্যে থাকার জন্য প্রত্যাশিত একটি বাসা খুঁজে পাওয়া। একইভাবে মনমতো ভাড়াটিয়া পাওয়াটাও বাড়িওয়ালাদের জন্য বেশ কঠিন। উভয়পক্ষের এই বিড়ম্বনা থেকে মানুষকে মুক্তি দিতে কাজ করছেন কয়েকজন তরুণ। তারা তৈরি করেছেন এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যার সাহায্যে খুব সহজেই ফ্ল্যাট, সাবলেট, সিটসহ যেকোন ধরনের বাসা ভাড়ার বিজ্ঞাপন দেয়া কিংবা পছন্দের বাসা খুঁজে পাওয়া যায়।

উদ্যোক্তারা বলছেন, গুগল প্লে স্টোরে ‘baribodol’ লিখে সার্চ দিলেই অ্যাপটি চলে আসে। সেখান থেকে ইনস্টল করে যে কেউ বিনামূল্যে অ্যাপটির মাধ্যমে বাসা ভাড়া দেয়া ও নেয়ার জন্য বিজ্ঞাপন দিতে পারেন। এখন পর্যন্ত অ্যাপটি সেভাবে সাড়া মিলছে না। তবে ভালো প্রচার প্রচারণা পেলে আশা করা যায় খুব শিগগিরই অ্যাপটি বেশ জনপ্রিয়তা পাবে। 

সবশেষ ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এ অংশগ্রহণও করেছে বাড়িবদল। উদ্যোক্তাদের প্রত্যাশা, ইন্ডাস্ট্রি লিডার, সরকার পক্ষ ও সাধারণ জনগণের সহযোগিতায় একটি ভাল অবস্থানে নিয়ে যেতে পারবে এই ডিজিটাল প্লাটফর্ম।

(বিজ্ঞপ্তি)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন