যুক্তরাষ্ট্র সরকারের মামলা খারিজের আবেদন করবে না গুগল

বণিক বার্তা ডেস্ক

অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের প্রযুক্তি জায়ান্ট গুগল অবৈধভাবে বাজার আধিপত্যের সুবিধা নিয়ে আসছে। এক দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাজার আধিপত্যের সুযোগ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে, যা অ্যান্টিট্রাস্ট আইনের স্পষ্ট লঙ্ঘন। অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন ঠেকানোর জন্য গুগলকে বিভক্ত হয়ে সেবাদানে বাধ্য করার প্রয়োজন হতে পারে। গত মাসে গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনবিষয়ক দায়ের করা একটি মামলায় এমনটাই দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ওই মামলা খারিজের কোনো আবেদন করবে না গুগল। উল্টো ফেডারেল আদালতে মামলা লড়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

গত শুক্রবার আদালতে জমা দেয়া নথিতে গুগল জানায়, তারা যুক্তরাষ্ট্র সরকারের করা মামলা খারিজের কোনো আবেদন করবে না। আগামী ২১ ডিসেম্বরের আগে সরকারি অভিযোগের উত্তর নথিভুক্ত করবে তারা। সরকারকে তৃতীয়পক্ষের দেয়া গোপনীয় তথ্য কীভাবে সুরক্ষিত করা যায়, তা নিয়ে একমত হতেও ব্যর্থ হয়েছে দুই পক্ষ। নিজ নিজ অবস্থানের ব্যাপারে ১৩ নভেম্বর বিবৃতি নথিভুক্ত করবে বলে জানিয়েছে তারা।

গত অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিচার বিভাগের মামলা আইকনিক ইন্টারনেট কোম্পানি গুগলকে বিভক্তের প্রক্রিয়া কয়েক ধাপ এগিয়ে নেবে। বিশ্বব্যাপী কয়েকশ কোটি মানুষ ইন্টারনেট সেবার জন্য গুগলের ওপর নির্ভরশীল। সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ইন্টারনেট দুনিয়ায় একচ্ছত্র আধিপত্যের সুবিধা নিচ্ছে গুগল। নিয়ে টানা কয়েক বছর ধরে তীব্র সমালোচিত হচ্ছে প্রতিষ্ঠানটি। গুগলকে ভেঙে একাধিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

বলা হচ্ছে, গুগলের আধিপত্য কমাতে চাইছে মার্কিন সরকার। যে কারণে প্রতিষ্ঠানটিকে বিভক্ত হয়ে সেবা দিতে বাধ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ওয়েব ব্রাউজার ক্রোম এবং বিজ্ঞাপন ব্যবসা বিভাগ বিক্রিতে চাপ দেয়া হতে পারে। বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন খাতে একচ্ছত্র আধিপত্য কমাতে তাই গুগলকে বিভক্তের উপায় খুঁজছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো।

বৈশ্বিক প্রযুক্তি খাতে একচেটিয়া ব্যবসা অনুশীলনের জন্য টানা কয়েক বছর ধরে তীব্র সমালোচিত হচ্ছে গুগল, অ্যাপল, ফেসবুক -কমার্স জায়ান্ট অ্যামাজন ইনকরপোরেশনের মতো বৃহৎ প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক দেশে অ্যান্টিট্রাস্ট ইস্যুকে কেন্দ্র করে তদন্ত চলছে। এসব প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে ভুয়া সংবাদ ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ ক্রমে বাড়ছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কৌশলে চাপে ফেলে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদের অধিগ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসা সাম্রাজ্যের বিস্তার করার।

গত মাসে মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে একটি পৃথক অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছিল। ওই মামলার ফোকাস থাকবে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বৈশ্বিক অনুসন্ধান খাতে একচ্ছত্র আধিপত্যের বিষয়টিতে। অর্থাৎ অনুসন্ধান খাতে নিজেদের একক আধিপত্য ধরে রাখতে গুগল কোন ধরনের অন্যায্য সুবিধা নিয়ে আসছে, তা খতিয়ে দেখা হবে। বৈশ্বিক অনুসন্ধান খাতে গুগল নিজেদের সেবাগুলোকে এগিয়ে রাখছে বলে অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্ব্বীদের ব্যবসার দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে প্রতিষ্ঠানটি। পরবর্তী ধাপে প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞাপন খাতে একচেটিয়া ব্যবসা অনুশীলনের বিষয়ে তদন্ত করা হবে। পাশাপাশি গুগলকে ওয়েব ব্রাউজার ক্রোম বিভাগ এবং ডিজিটাল ব্যবসা বিভাগের একটি অংশ বিক্রিতে বাধ্য করতে পারে মার্কিন নিয়ন্ত্রকরা।

বৈশ্বিক ওয়েব ব্রাউজার বাজারে একক আধিপত্য বিস্তার করেছে গুগল ক্রোম। এখন সামগ্রিকভাবে বাজারটির ৬৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে ক্রোম ব্রাউজার। এছাড়া মোবাইল ব্রাউজার বাজারের ৬৪ শতাংশ ক্রোমের দখলে রয়েছে। যে কারণে মনে করা হচ্ছে, ক্রোমের ওপর ভর করে ১৬ হাজার ২৩০ কোটি ডলারের বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন বাজার থেকে অন্যায্য সুবিধা নিচ্ছে গুগল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন