জিনজিয়াংয়ে মুসলমানদের নিপীড়ন

চার চীনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বণিক বার্তা ডেস্ক

চীন তাদের জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করছেএমন অভিযোগ এনে দেশটির চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চার কর্মকর্তার মধ্যে একজন হলেন ক্ষমতাসীন চায়না কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরোর সদস্য চেন কাংগুয়ো। তাকে বেইজিংয়ের সংখ্যালঘু নীতির স্থপতি বিবেচনা করা হয়। বাকি তিনজন হলেন জিনজিয়াং জননিরাপত্তা ব্যুরোর পরিচালক ওয়াং মিংশান, সিপিসি জিনজিয়াংয়ের অন্যতম প্রভাবশালী সদস্য জু হাইলুন সাবেক নিরাপত্তা কর্মকর্তা হুয়ো লিউজুন। খবর বিবিসি।

মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চার চীনা কর্মকর্তার সঙ্গে কোনো ধরনের লেনদেন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থাকলে সেগুলোও জব্দ করা যাবে। হুয়ো লিউজুন বাদে বাকি তিন চীনা কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি জিনজিয়াংয়ের নিরাপত্তা ব্যুরোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন