হাসপাতালে অগ্নিকাণ্ড

মিসরের আলেকজান্দ্রিয়ায় সাত করোনা রোগীর মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

মিসরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নভেল করোনাভাইরাসে আক্রান্ত সাত রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা মেডিকেল সূত্র। খবর এএফপি।

সূত্রমতে, সাতজন মারা যাওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডে আরো অন্তত সাতজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালটিতে কভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন এলাকার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র আখবার আল-ইয়াওমের প্রতিবেদনে অনুযায়ী, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা হাসপাতালের অন্য ভবনে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হন। একই সঙ্গে রোগীদের অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়। নিহতরা মূলত ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মারা যান। এছাড়া আহতদের মধ্যে হাসপাতালের কর্মীরাও রয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন