করোনায় এক দিনেই মারা গেলেন ৪ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

বুধবার (১৭ জুন) এক দিনেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন চিকিৎসক। এদিন ভোর থেকে সকাল কয়েক ঘণ্টার মধ্যে মারা যান তিনজন চিকিৎসক। সর্বশেষ এনাম মেডিকেল কলেজের এনডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটনের মৃত্যুর খবর জানা গেছে। 

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর)-বিএমএ জানিয়েছে, বুধবার সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান (৬২)। প্রায় একই সময়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. শাহ আব্দুল আহাদ (৬৭)। ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক।

এফডিএসআর যুগ্ন সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বণিক বার্তাকে জানান, করোনা আক্রান্ত হয়ে বুধরাত রাতে মারা গেছেন ডা. রফিকুল হায়দার লিটন। তিনি এনাম মেডিকেল কলেজের এনডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ছিলেন। তাকে এনাম হাসপাতালে স্থানান্তরের সময় পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন