গাজীপুরে আইজিপি

ঈদে ঘরমুখো মানুষের সেবা দিতে পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত

বণিক বার্তা প্রতিনিধি I গাজীপুর

ছবি : বাসস

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘ঈদে ঘরমুখো মানুষের সেবা দেয়ার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সবসময় প্রস্তুত রয়েছেন। ঈদের সময় সবার সম্মলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন হবে। আমরা এ আশাই করছি।’

গতকাল বিকালে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে চান্দনা চৌরাস্তা মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম) আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. শাহাবুদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজের ঈদ পরিবার-পরিজনের সঙ্গে না করে দেশের সেবা, মানুষের সেবা করেন। দেশের মানুষের নিরাপত্তা দিয়ে আমরা গর্ববোধ করি, আনন্দ উপভোগ করি। সেবাই আমাদের উৎসব, সেবাই আমাদের আনন্দ—এ ব্রত নিয়ে পবিত্র ঈদে আমরা দায়িত্ব পালন করতে থাকি এবং মানুষকে নিরাপত্তা দিয়ে থাকি।

আইজিপি বলেন, ‘ঈদের ছুটিতে অনেকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ করে থাকেন। এজন্য পর্যটকের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে। আর ট্যুরিস্ট পুলিশের চাহিদা অনুযায়ী জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন