গাজীপুরে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পাড় ভেঙে পানিতে ডুবে নাসির (১০) ও জাহিদ (১০) নামের দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের কাইয়ুমের পুকুরে ডুবে তারা মারা যায়।

নাসির শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে ও জাহিদ মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দুজনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

শ্রীপুর থানার এসআই আব্দুস সামাদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন