আড়াই হাজার কর্মী ছাঁটাই করবে বোম্বারডিয়ার

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের প্রেক্ষাপটে বাণিজ্যিক জেট বিক্রি কমে যাওয়ায় চলতি বছর আড়াই হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বোম্বারডিয়ার। স্থানীয় সময় শুক্রবার ঘোষণা দিয়েছে কানাডার উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটি। খবর এএফপি।

এক বিবৃতিতে বোম্বারডিয়ের জানায়, উড়োজাহাজ সরবরাহসহ সার্বিক ব্যবসায় বছর তাদের পতন হবে গত বছরের চেয়ে ৩০ শতাংশ। মূলত বৈশ্বিক মহামারীর কারণেই কোম্পানিটিকে সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি পুরো কার্যক্রম নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে। আশা করা হচ্ছে, এসব পদক্ষেপের মধ্য দিয়ে বোম্বারডিয়ার ঘুরে দাঁড়াতে পারবে। ঘোষিত ছাঁটাইয়ের অধিকাংশই হবে কানাডায়। আর পুরো বছর ধরে প্রক্রিয়া চলবে।

তবে নভেল করোনাভাইরাস সংক্রমণের বহু আগে থেকেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বোম্বারডিয়ার। পাঁচ বছর ধরেই পীড়াদায়ক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে কোম্পানিটি। এরই মধ্যে কর্তৃপক্ষ কোম্পানির ট্রেন বাণিজ্যিক এভিয়েশন বিভাগ বিক্রি করে দিয়েছে। ৮০ বছর আগে স্নোমোবাইল তৈরির মধ্য দিয়ে যাত্রা করা কোম্পানিটির মনোযোগ এখন শুধুই বাণিজ্যিক জেটের বাজারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন