ওয়ানপ্লাস এইট সিরিজ উন্মোচন

বণিক বার্তা ডেস্ক

ভারতের বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস এইট সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস টেকনোলজি কোম্পানি লিমিটেড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই নির্দিষ্ট কিছু বিক্রয় চ্যানেলে ফাইভজি

প্রযুক্তি সমর্থিত এসব স্মার্টফোন পাওয়া যাবে। খবর ইকোনমিক টাইমস।

দুটি ভিন্ন মডেলে ওয়ানপ্লাস এইট সিরিজের স্মার্টফোনগুলো বাজারে ছাড়া হবে। একটি হলো ওয়ানপ্লাস এইট, অন্যটি ওয়ানপ্লাস এইট প্রো। প্রথমটি পাওয়া যাবে তিনটি সংস্করণে। গিগাবাইট র্যাম ১২৮ গিগাবাইট রমবিশিষ্ট ওয়ানপ্লাস এইটের ভিত্তি সংস্করণটির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৯৯৯ রুপি। মডেলের টপ-এন্ড সংস্করণটি হবে ১২ গিগাবাইট র্যাম ২৫৬ গিগাবাইট রমবিশিষ্ট। এর দাম হবে ৪৯ হাজার ৯৯৯ রুপি। এছাড়া ওয়ানপ্লাস এইটের আরেকটি সংস্করণ পাওয়া যাবে বাজারে। গিগাবাইট র্যাম ১২৮ গিগাবাইট রমবিশিষ্ট স্মার্টফোনটির দাম পড়বে ৪৪ হাজার ৯৯৯ রুপি।

ওয়ানপ্লাস এইট প্রোর সংস্করণ দুটি। গিগাবাইট র্যাম ১২৮ গিগাবাইট রমবিশিষ্ট সংস্করণের দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৯৯৯ টাকা। আর ১২ গিগাবাইট রম ২৫৬ গিগাবাইট রমবিশিষ্ট টপ-এন্ড সংস্করণটির দাম পড়বে ৫৯ হাজার ৯৯৯ রুপি।

ওয়ানপ্লাস এইট প্রো স্মার্টফোনে রয়েছে দশমিক ৭৮ ইঞ্চির কিউএইচডি প্লাস ফ্লুইড ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। মডেলেই কোম্পানিটি প্রথমবারের মতো পেছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে। যার মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। স্মার্টফোনটিতে থাকবে ৪৫১০ এমএএইচ ব্যাটারি, যা দ্রুত চার্জ দেয়া সম্ভব হবে।

অন্যদিকে ওয়ানপ্লাস এইটে রয়েছে দশমিক ৫৫ ইঞ্চির ফ্লুইড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, পেছনে তিনটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা। পেছনের মূল ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের। আর সামনের সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন