পিরোজপুরে তাবলিগ থেকে ফিরে বৃদ্ধের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের মাদুলীহারানিয়া গ্রামে জ্বর গলাব্যথা নিয়ে ৭০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি তিনি তাবলিগ জামাত থেকে ফিরেছেন। আজ বুধবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃতের জামাই জানান, তার শ্বশুর তাবলিগ জামাতের সঙ্গে গত চার মাস দেশের বিভিন্ন এলাকায় ঘুরেছেন। পঞ্চগর, ঠাকুরগাঁও, পিরোজপুরের স্বরূপকাঠী এবং নারয়ণগঞ্জ হয়ে ২৬ মার্চ তিনি বাড়ি ফেরেন। গত কয়েকদিন ধরেই তার হালকা গলাব্যথা ও জ্বর ছিল। আজ ভোরে তিনি মারা যান। 

শাখারীকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান গাউস বলেন, তাৎক্ষণিকভাবে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারাই সব ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে জানতে চাইলে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। 

এদিকে করোনার মতো উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যুতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েচে। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো ও এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন