৩৬ হাজার কর্মীর চাকরি স্থগিত করবে ব্রিটিশ এয়ারওয়েজ

বণিক বার্তা ডেস্ক

 নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে ৩৬ হাজার কর্মীর চাকরি স্থগিত করার পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) বিমান পরিবহন সংস্থাটি এরই মধ্যে তাদের অধিকাংশ ফ্লাইট বাতিলের পাশাপাশি উড়োজাহাজের বহর গ্রাউন্ডেড অবস্থায় রেখেছে। চাকরি স্থগিতের বিষয়ে সংস্থাটি ইউনাইট ইউনিয়নের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। খবর বিবিসি।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে আলোচনার পর বিএ এবং ইউনাইট ইউনিয়ন একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছে। কিন্তু এখনো তাদের মধ্যে কিছু বিষয়ে স্বাক্ষর করা বাকি আছে। চুক্তির মানে হলো বিএ তার কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী প্রধান কার্যালয়ের কর্মীদের ৮০ শতাংশের চাকরি স্থগিত করবে। কিন্তু চাকরি স্থগিত হওয়ায় সংস্থাটির কর্মীরা যে একেবারেই অপ্রয়োজনীয় হয়ে পড়বে, বিষয়টি তেমন নয়। নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত সংকট থেকে মুক্তির আগ পর্যন্ত গ্যাটউইক লন্ডন সিটি বিমানবন্দরে বিএর সব কর্মীই সিদ্ধান্তের আওতায় আসবেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন