ধরিত্রী জ্বলছে রাজনীতিবিদরা নির্বিকার —গ্রেটা থানবার্গ

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যের ব্রিস্টলে গতকাল একটি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তরুণ পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গ সময় তিনি বলেন, ধরিত্রী জ্বলছে, কিন্তু রাজনীতিবিদরা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন একই সঙ্গে বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বিশ্বের গণমাধ্যমগুলো গতকালের শোভাযাত্রায় গ্রেটাকে দেখতে অংশ নেয় কয়েক হাজার মানুষ খবর রয়টার্স

গ্রেটা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, জ্বলছে পুরো বিশ্ব অবস্থায় আমি নিশ্চুপ বসে থাকব না আপনারাও কি চুপ করে থাকবেন? জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট জরুরি অবস্থা রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা উপেক্ষিত এমনকি যারা ক্ষমতায় আছেন, তারাও বিষয়ে ঔদাসীন্য দেখাচ্ছেন চুপ করে আছে বিশ্ব গণমাধ্যম তারা মুখে শুধু কথার ফুলঝুরি, কিন্তু কাজের কাজ কিছু করছে না

সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে রাজনীতি পরিবর্তন করো, জলবায়ু নয়, সমুদ্র জেগে উঠছে, সেই সঙ্গে আমরাও, সংকটকালে পড়াশোনার কোনো মানে নেই-এর মতো লেখাসংবলিত প্লাকার্ড দেখা যায়

দুই বছর আগে সুইডেনের পার্লামেন্টের বাইরে আন্দোলন করতে গিয়ে পড়াশোনায় ব্যাঘাত ঘটে গ্রেটার এর পর থেকেই তিনি পরিবেশ আন্দোলনকারী হিসেবে ধীরে ধীরে আলোচনায় আসতে থাকেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন