যুক্তরাজ্যের আদালতে জুলিয়ান অ্যাসাঞ্জ

বণিক বার্তা ডেস্ক

 সরকারি কম্পিউটার হ্যাক করার পাশাপাশি গুপ্তচরবৃত্তির অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চাইছে যুক্তরাষ্ট্র এজন্য তাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের আবেদনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গতকাল যুক্তরাজ্যের একটি আদালতে হাজির হয়েছেন ৪৮ বছর বয়সী অ্যাসাঞ্জ খবর রয়টার্স

একুয়েডরের দূতাবাস থেকে বের করে আনার প্রায় ১০ মাস পর যুক্তরাজ্যের আদালতে হাজির হলেন অ্যাসাঞ্জ একুয়েডরের দূতাবাসে তিনি অবস্থান করেছিলেন সাত বছর তাকে কেন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হবে না, বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে

ক্ষমতার অপব্যবহার ফাঁস করে দেয়ার জন্য বিশ্বজুড়ে বহু মানুষের কাছেই অ্যাসাঞ্জ নায়কোচিত সম্মান পাচ্ছেন কিন্তু সমালোচকরা তাকে অভিহিত করছেন রাষ্ট্রের ভয়ংকর শত্রু হিসেবে তাদের দাবি, অ্যাসাঞ্জ পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছেন উইকিলিকস ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করার কারণে অ্যাসাঞ্জের ওপর ক্ষেপে আছে ওয়াশিংটন তার বিরুদ্ধে ১৮টি অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র সরকার এসব অভিযোগ প্রমাণিত হলে অ্যাসাঞ্জকে কয়েক দশক কারাবাস করতে হতে পারে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন