কাপ সেমিতে পিএসজি এগিয়ে থাকল ন্যাপোলি

দিজনকে - গোলে গুঁড়িয়ে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) টমাস টুখেলের দল নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২২ ম্যাচ অপরাজিত থাকার গৌরব দেখাল।

ম্যাচের মাত্র ৪৭ সেকেন্ডেই নিজেদের জালে বল জড়িয়ে পিএসজিকে এগিয়ে দেন দিজনের ওয়েসলে লাউতোয়া। যদিও ১১৩ মিনিটে সমতা আনেন মুনির চুইয়ার। এরপর দিজনের জালে গোল উৎসব করেন পিএসজির তারকারা। কিলিয়ান এমবাপ্পে (৪৪ মিনিট), থিয়াগো সিলভা (৫০ মিনিট) পাওলো সারাবিয়া (৫৫ ৯০+ মিনিট) লক্ষ্যভেদ করেন। এছাড়া এডিনসন কাভানির গোল বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। সেনো কুলিবালি ৮৬ মিনিটে আত্মঘাতী গোল করলে দিজনের বড় পরাজয় নিশ্চিত হয়।

চোটের কারণে পরশু কাপ ম্যাচে খেলেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। টুখেল জানিয়েছেন, আগামী সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচেও অনিশ্চিত নেইমারের অংশগ্রহণ। তার কথায়, ‘ডর্টমুন্ডের বিপক্ষে তার খেলার ব্যাপারে আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না। শনিবার (এমিয়েনসের বিপক্ষে) সে খেলবে কিনা, সে ব্যাপারে আমরা শুক্রবার (আজ) আলোচনা করব। স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। ম্যাচে তাকে নেয়া ছিল বিরাট ঝুঁকিপূর্ণ। তখন সমস্যা আরো বাড়ত।

গতবার ফাইনালে টাইব্রেকারে রেনের কাছে পরাজিত হয় পিএসজি, যারা আগের টানা চার মৌসুমে ফ্রেঞ্চ কাপ শিরোপা জয়ের উৎসব করে। দুরন্ত ফর্মে থাকা পিএসজি আরেকটি শিরোপার দিকে ছুটছে।

বর্তমান চ্যাম্পিয়ন রেনে মঙ্গলবার চতুর্থ স্তরের ক্লাব বেলফোর্টকে - গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। লিও - গোলে হারায় মার্সেইকে। গতকাল এতিয়েনের মুখোমুখি হয় চতুর্থ স্তরের দল এসপিনাল।

এদিকে কোপা ইতালিয়ায় সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে তাদেরই মাঠে - গোলে হারিয়ে এগিয়ে থাকল ন্যাপোলি। স্যান সিরোয় ম্যাচের ৫৭ মিনিটে ন্যাপোলির জয়সূচক গোলটি করেন ফাবিয়ান রুইজ। গতকাল রাতে স্যান সিরোয় আরেক সেমিফাইনাল দ্বৈরথে জুভেন্টাসের মুখোমুখি হয় এসি মিলান। বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন