চিড়া খাওয়া দেখেই বুঝেছি, এরা বাংলাদেশী : বিজেপি নেতা

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ-আন্দোলন এখনো চলছে। এরই মধ্যে বেশ সমালোচিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পোশাক নিয়ে বক্তব্য’। এবার সেই সমালোচনায় যোগ দিলেন বিজেপির আরেক নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছেন, তার বাড়িতে কাজ করতে আসা কয়েকজন শ্রমিকের ‘চিড়া’ খাওয়া দেখে তিনি বুঝতে পেরেছেন তারা তারা বাংলাদেশী, অনুপ্রবেশকারী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের মধ্য প্রদেশের ইন্দোরের ওই নেতা পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত। তার এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম ও কংগ্রেস নেতারাও। তার এই ‘লাগামছাড়া’ বক্তব্য যে সমীচিন হয়নি বিষয়টি বুঝতে পেরে বক্তব্য হালকা করারও চেষ্টা করেছেন বিজেপির নেতারা। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, ‘আমি তো পোহা (চিড়ার তৈরি এক ধরনের খাবার) ভাল খাই। আপনাদেরও খাওয়াতে পারি।’

গতকাল শুক্রবার ইন্দোরের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে একটি সেমিনারে বক্তব্য দেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি বলেন, ‘আমাদের বাড়িতে একটি নতুন ঘর তৈরি করা হচ্ছে। তাই মিস্ত্রিরা কাজ করতে এসেছিলেন। তাদের মধ্যে ছয়-সাত জন পোহা খাচ্ছিলেন। তাদের পোহা খাওয়া দেখে আমার সন্দেহ হচ্ছিল, তারা বাংলাদেশ থেকে এসেছেন। সন্দেহ হচ্ছিল বলে দু’দিন পরে কাজ বন্ধ করে দিয়েছি।’

ওই মিস্ত্রীদের সম্পর্কে খোঁজ খবরও নিয়েছেন জানিয়ে বিজেপির এই নেতা বলেন, ‘এখনও পুলিশে কিছু জানাইনি। বিষয়টি ঠিকাদারকে জানালাম, যাতে সবাই সতর্ক থাকেন।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, গত দেড় বছর ধরে কোন এক বাংলাদেশী তাকে অনুসরণ করছে। কথিত সেই বাংলাদেশীকে ‘জঙ্গি’ উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য আমি যখন বাড়ির বাইরে পা রাখি ছয় জন নিরাপত্তারক্ষীকে সব সময় পাহারা দিতে হয়।’

এই বক্তব্যের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের কংগ্রেস পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, খাদ্যাভ্যাস দেখে এ বার মানুষ চেনার চেষ্টা চলছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেছেন, ‘আমাদের অভিযোগ আরও একবার সত্যি প্রমাণিত হল। খাওয়াদাওয়া, পোশাক-পরিচ্ছদ দেখে মানুষকে চিহ্নিত করতে চাইছে সরকার। দলের উপর মহলের নির্দেশ ছাড়া এমন মন্তব্য করেননি ওই বিজেপি নেতা।’

তৃণমূলের কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিজেপির কেউই কি এ দেশের অভ্যাসগত বৈচিত্র্যের কথা জানেন? দেশ সম্পর্কে ধারণাই নেই। শুধু পেশিশক্তি আর অর্থশক্তি দিয়ে ক্ষমতা দখলে নজর!’

বিধানসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নানের কথায়, ‘পূজা-পার্বনে চিড়া দিয়ে ‘দধিকর্মার’ রীতি আছে, সেটা জানে না! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তো বেলুড়ে এসে প্রসাদি পোহা খেয়ে গেছেন। বিজয়বর্গীয়েরা কোন জঙ্গলে থাকে, কে জানে!’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন