গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

বণিক বার্তা ডেস্ক

ফিলিস্তিনের দখলকৃত গাজা উপত্যকার সীমান্ত বেষ্টনীর কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী তথ্য জানিয়েছে। খবর আল- জাজিরা।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ফিলিস্তিনিদের দলটি বেষ্টনী পার হওয়ার চেষ্টার সময় সেনাবাহিনীর দিকে একটি বিস্ফোরক নিক্ষেপ করে। যার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দলটির ওপর গুলি চালানো হয়।

তিন সন্দেহভাজনকে সীমান্ত পার হওয়ার সময় চিহ্নিত করার পর সেনাবাহিনী বেষ্টনীর দক্ষিণ প্রান্তের একটি অংশ ঘিরে ফেলে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র তিন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো নিহত তিন ফিলিস্তিনি মোহাম্মাদ হানি আবু মানদেল, সালেম জুয়েইদ আন-নাঈমি মাহমুদ খালেদ সাইদ বলে শনাক্ত করেছে। নিহতদের সবারই বয়স ১৮ বছর। নিহতরা মধ্য গাজার আল-মাঘাজির বাসিন্দা ছিল।

নিহতদের সঙ্গে গাজার সশস্ত্র বাহিনীর কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন