১৫৭টি এফএআই অনুমোদন চীনের

সাড়ে ১৯ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা

বণিক বার্তা ডেস্ক

রোববার ১৫৭টি ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট (এফএআই) প্রকল্প অনুমোদন করেছে চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন। ওই প্রকল্পগুলোয় দশমিক ৩৩ ট্রিলিয়ন ইউয়ান বা ১৯ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী প্রতিষ্ঠানটি। খবর সিনহুয়া।

ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের মুখপাত্র মেং উই জানান, বিনিয়োগের বড় একটি অংশ যাচ্ছে পরিবহন জ্বালানি প্রকল্পে।

এফএআই হিসেবে আরো যে প্রকল্পগুলো যুক্ত হচ্ছে, তার মধ্যে রয়েছে উচ্চ প্রযুক্তি পানি সংরক্ষণ প্রকল্প।

প্রকাশিত উপাত্তে দেখা গেছে, ২০১৯ সালে এফএআই স্থিতিশীলভাবে বেড়েছে এবং এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে উচ্চ প্রযুক্তি সংশ্লিষ্ট শিল্পগুলো।

চীনের জাতীয় পরিসংখ্যান সংস্থা ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) জানায়, চীনের মোট এফএআই বছরওয়ারি দশমিক ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া উচ্চ প্রযুক্তি সংশ্লিষ্ট শিল্পগুলোয় বছরওয়ারি বিনিয়োগ প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৩০ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন