৬ হাজার বছর আগের ‘চুইংগাম’!

বণিক বার্তা অনলাইন

ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলে ‘আর্চ’ নামে এক ধরনের গাছের বাকল থেকে উৎপাদিত আঠারো কষ হাল আমলের চুইংগামের মতো চাবানো হতো। আর সেরকম একটি প্রাচীন ‘চুইংগাম’ থেকে ডিএনএ সংগ্রহ করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয় এই ডিএনএ ব্যবহার করে ওই নারীর জেনেটিক কোড উদ্ধার করেছেন তারা। খবর বিবিসি

ধারণা করা হচ্ছে, এ নারী ৬ হাজার বছর আগে স্ক্যান্ডিনেভিয়ায় বসবাস করতেন। আর ‘চুইংগাম’টিতে ওই নারীর দাঁতের চিহ্ন পাওয়া গেছে। গবেষকরা বলছেন, এবাই প্রথমবার মানুষের হাড় ব্যতিত অন্যকিছু থেকে সম্পূর্নভাবে প্রস্তর যুগে মানুষের জিনোম উদ্ধার করা হলো।

উদ্ধার করা জেনেটিক কোড অনুযায়ী একটি নারীর আনুমান নির্ভর চিত্র এঁকেছেন তারা। সেখানে দেখা যাচ্ছে ওই নারীর ত্বকের রঙ ছিল কৃষ্ণবর্ণের, গাঢ় বাদামি চুল ও নীল চোখ।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন