আরেক ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ সম্পন্নের দাবি উত্তর কোরিয়ার

বণিক বার্তা ডেস্ক

 উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদন অনুসারে, দেশটি এক স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছে খবর রয়টার্স

গতকাল কেসিএনএ জানিয়েছে, সোহাই স্যাটেলাইট উেক্ষপণ কেন্দ্রে একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এটি একটি রকেট পরীক্ষা কেন্দ্র বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র একবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, কেন্দ্রটি বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উত্তর কোরিয়া

কেসিএনএর প্রতিবেদনে পরীক্ষা সফল হওয়াকে অত্যন্ত উল্লেখযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে তবে কেন্দ্রটিতে উত্তর কোরিয়া কী পরীক্ষা চালিয়েছে, তা পুরোপুরি পরিষ্কার নয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে

পারমাণবিক অস্ত্র নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা স্থবির হয়ে রয়েছে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ না করা পর্যন্ত তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রকে নতুন চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি বছরই চুক্তি না করলে যুক্তরাষ্ট্র ভয় পাবে, এমন কিছু উপহার দেয়ার হুমকি দিয়েছে দেশটি

এর আগে আরেকটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করার কথা জানিয়েছিল উত্তর কোরিয়া বিশ্লেষকরা স্যাটেলাইটে ধরা পড়া চিত্র দেখে অনুমান করছেন দেশটি একটি রকেট ইঞ্জিন পরীক্ষা করে দেখেছে তবে উত্তর কোরিয়া বিস্তারিত কিছু জানায়নি


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন