হ্যামিল্টনে কিউইদের দিন

দ্বিতীয় দিন শেষ বিকালে ইংল্যান্ড দুই উইকেট হারিয়ে ফেলায় হ্যামিল্টন টেস্টে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৩৯/ এর আগে কিউইরা প্রথম ইনিংসে ৩৭৫ রান তুলে নেয়

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনই সেঞ্চুরি তুলে নেন টম লাথাম গতকাল নামের পাশে আর চারটি রান যোগ করে তিনি বিদায় নেন তখন দলের সংগ্রহ ১৮২/ তাতে বড় সংগ্রহ গড়তে সমস্যা হয়নি স্বাগতিকদের অভিষিক্ত ড্যারিল মিচেল (১৫৯ বলে ৭৩) প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান বিজে ওয়াটলিংয়ের (১৯২ বলে ৫৫) ব্যাটে ভর দিয়ে ৩৭৫ রান তুলে নেয় কেন উইলিয়ামসনের দল ৭৩ রান দিয়ে চার উইকেট তুলে নেন অভিজ্ঞ স্টুয়ার্ট ব্রড এছাড়া ক্রিস ওকস ৮৩ রানে নেন তিনটি উইকেট নেন জোফরা আর্চার নিতে পেরেছেন মাত্র একটি উইকেট

জবাব দিতে নেমে ১১ রানের মাথায় ওপেনার ডম সিবলিকে হারায় ইংল্যান্ড টিম সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি এর আগে অবশ্য সাউদির গতির বল মাথায় লাগে ব্যাটসম্যানটির দলীয় ২৪ রানে জো ডেনলি বিদায় নেন ম্যাট হেনরির শিকার হয়ে ২৪ রানে অপরাজিত ররি বার্নস দু-দুবার (১০ ১৯ রান) জীবন পান তার সঙ্গে ছয় রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামবেন জো রুট

সিরিজে -০তে এগিয়ে কিউইরা প্রথম টেস্টে তারা ইনিংস ব্যবধানে জিতেছে বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন