লোকসান সত্ত্বেও কর্মী ছাঁটাই করবে না টাটা মটরস

বণিক বার্তা অনলাইন

অভ্যন্তরীণ বাজারে চলমান লোকসান সত্ত্বেও কর্মী ছাঁটাই করবে না টাটা মটরস। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি নতুন মডেলের গাড়ী বাজারে আনছে কোম্পানিটি। এ পদক্ষেপ কোম্পানিটির বিরাজমান অবস্থার অবসান ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা  ও ব্যবস্থাপনা পরিচালক গুয়েন্তা বুটশেক। খবর লাইভমিন্ট।

এদিকে কোম্পানিটি সম্প্রতি প্রায় ৮৩ হাজার কর্মী নিয়োগ দিয়েছে বলে উল্লেখ করেছে নিজেদের ওয়েবসাইটে। বাণিজ্যিক ও যাত্রীবাহী গাড়ি নির্মাণের বিভিন্ন কারখানায় এসব কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

স্থানীয় বাজারে দীর্ঘদিন খারাপ অবস্থায় থাকায় কোম্পানিটির কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আাছে কিনা জানতে চাইলে বুটশেক জানান, আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই।  এ কর্মকর্তা বলেন, ১২ মাস ধরে আমরা সংকটে রয়েছি। কর্মী ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা থাকলে, অনেক আগেই আমরা তা করতাম।

এদিকে আগামী কয়েক মাসের মধ্যে অ্যাল্টরস, নেক্সন ইভি ও গ্র্যাভিতাস এসইউভি- নতুন মডেলের এ গাড়ীগুলো বাজারে আনারও কথা জানান বুটশেক। মডেলগুলো ভারত স্টেজ ইমিশন স্ট্যান্ডারডস- ফাইভ (বিএসইএস) বা সংক্ষেপে বিএস-ফাইভ মেনে প্রস্তুত করা হবে বলেও জানা তিনি। 

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট বিক্রি ৪৪ শতাংশ কমেছে। এ সময় কোম্পানিটির নিট মুনাফা কমেছে এক হাজার ২৮১ কোটি ৯৭ লাখ রুপি। গত বছরের একই সময় কোম্পানিটির মুনাফা হয়েছিল ১০৯ কোটি ১৪ লাখ রুপি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন