ফিলিস্তিনের নারী শিক্ষার্থীদের পূর্ণ বৃত্তি দিচ্ছে ইউএপি

বণিক বার্তা অনলাইন

ছবি: ইউএপি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফিলিস্তিনের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমর্থন করার উদ্যোগ নিয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ইউএপি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

এ সময় তিনি তার দেশের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অবদান রাখতে ইউএপি কর্তৃপক্ষকে প্রতি বিশেষ অনুরোধ করলে কর্তৃপক্ষ ফিলিস্তিনের গাজার যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলের ৩০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নেয়। বাসস্থান, ভ্রমণের খরচ, টিউশন ফি, স্বাস্থ্যসেবা এবং একটি উপবৃত্তি এই বৃত্তির আওতায় থাকবে।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ সময় ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয় ও ইউএপি’র মধ্যে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে তথ্যের আদান-প্রদানের বিষয়েও আগ্রহ আলোচনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এম. আলাউদ্দিন, মনজুর আহমেদ চৌধুরী, আবদুল মইন চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, কে. এম. মুজিবুল হক, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ ও সকল অনুষদের ডিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন