সৌম্যর ব্যাটে বড় জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

 এসএ গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ভুটানের বিপক্ষে জিতে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল শুক্রবার আগে ব্যাট করা ভুটানকে অলআউট করতে না পারলেও অল্প রানে আটকে রাখে বাংলাদেশ ২০ ওভার পুরো ব্যাট করলেও উইকেট হারিয়ে ৬৯ রানে আটকে যায় ভুটান জবাবে সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র . ওভারেই জয়ের লক্ষ্য পেরিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা আজ প্রতিপক্ষ নেপাল স্বাগতিকদের হারালেই ফাইনাল নিশ্চিত হবে সৌম্য-সাইফদের

অল্প রানের জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের দুই ওপেনার তবে মোহাম্মদ নাঈম শেখকে এক প্রান্তে রেখে মূল ঝড়টা তোলেন সৌম্য খাতা খোলেন চার দিয়ে পরে চার-ছক্কায় দ্রুতই এগিয়ে নিতে থাকেন দলকে সে সঙ্গে নিজেও এগিয়ে যান অর্ধশতকের দিকে যখন জিততে প্রয়োজন রান, তখন ফিফটি পেতে সৌম্যর প্রয়োজন একটি ছক্কার ভুটানের বোলার কর্ম দর্জিকে সেই ছক্কা মেরে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি ফিফটিও পূরণ করে নেন তিনি ২৮ বলে ৫০ করার পথে ৫টি চারের পাশাপাশি তিনটি ছক্কাও হাঁকান অন্য প্রান্তে নাঈম অপরাজিত থাকেন ১৩ বলে ১৬ রানে

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বৃত্তবন্দি ভুটানের ব্যাটসম্যানরা ২৩ রানে প্রথম উইকেট হারায় তারা ১৫ রান করা তেনজিং ওয়াংচুককে ফিরিয়ে দেন মিনহাজুল আবেদীন আফ্রিদি দলীয় ৩২ রানে ফেরেন তবদেন সিংগে রান করা ব্যাটসম্যানকে বোল্ড করেন সৌম্য জিগমে দর্জিকে ফিরিয়ে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দেন তানভীর ইসলাম ১২ রান করেন ব্যাটসম্যান দলের রান যখন ৫০ তখন আউট হন মিকিও দর্জি রানের খাতা খোলার আগে তাকে ফেরান মানিক খান ১৩ রান করা জিগমে সিংগেকে ফেরান মেহেদী হাসান রানা থিনলে জামতসুকে () আউট করে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন মানিক কিংগা লোডে ফেরেন রানআউট হয়ে এরপর আর কোনো উইকেট না পড়লেও ৬৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ভুটান ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার

ভুটান: ২০ ওভারে ৬৯/ (ওয়াংচুক ১৫, সিংগে ১৩, জিগমে ১২; মানিক /, তানভীর /১৩, মিনহাজুল /১৩) বাংলাদেশ: . ওভারে ৭৪/ (সৌম্য ৫০*, নাঈম ১৬*; কর্ম /১৯, সোনাম /২৩

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন