আইকনিক প্যারিস থিয়েটার চালুর উদ্যোগ নেটফ্লিক্সের

ফিচার ডেস্ক

বন্ধের হাত থেকে বাঁচাতে নিউইয়র্ক সিটির আইকনিক প্যারিস থিয়েটারের সঙ্গে এক যুগান্তকারী চুক্তি করল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স চুক্তি অনুযায়ী, থিয়েটারে নেটফ্লিক্সের সেরা ছবিগুলোর মধ্য থেকে বাছাই করে কিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে নেটফ্লিক্স এক বিবৃতিতে সম্প্রতি ঘোষণা দিয়েছে চলচ্চিত্র পরিবেশনের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে থিয়েটারটিকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে নেটফ্লিক্সের এমন একসময় ঘোষণা এল, যখন কিনা এএমসি থিয়েটার রিগাল নেটফ্লিক্সের অরিজিনাল প্রচারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে

এর আগে গত আগস্টে প্যারিস থিয়েটার বন্ধ হয়ে গিয়েছিল এরপর নোয়াহ বাউমবাচের নতুন ছবি ম্যারেজ স্টোরি প্রদর্শনীর মধ্য দিয়ে অল্প সময়ের জন্য এটি আবার খুলে দিয়েছিল নেটফ্লিক্স এখন প্রতিষ্ঠানটি পরিকল্পনা করছে এখানে বিশেষ ইভেন্ট, প্রদর্শনী তাদের নিজেদের বানানো চলচ্চিত্র মুক্তির চুক্তি অনুযায়ী, নেটফ্লিক্স প্যারিস থিয়েটারকে কতদিন পর্যন্ত ব্যবহার করবেএমন প্রশ্ন তোলা হলেও বিষয়টি এড়িয়ে গেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ

নিউইয়র্ক সিটির সর্বশেষ টিকে থাকা সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহটি হলো প্যারিস থিয়েটার নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার টেড সারানডোস এক বিবৃতিতে বলেছেন, নিউইয়র্কের ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ এখন থেকে এটি আবারো চলচ্চিত্রপ্রেমীদের জন্য চালু করতে পেরে তারা অত্যন্ত গর্বিত ৫৮১ সিটের প্রেক্ষাগৃহটি চালু হয় ১৯৪৮ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের ছবি প্রদর্শিত হওয়ার জন্য তখন এর বিশেষ খ্যাতি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো আর্ট হাউজ হিসেবে এর সুখ্যাতি রয়েছে

এবারই প্রথম নয় যে, নিজেদের চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ব্যাপারে আগ্রহী হয়েছে নেটফ্লিক্স এর আগে কোম্পানিটি লস অ্যাঞ্জেলেসে প্রতিষ্ঠিত আরেক আইকনিক প্রেক্ষাগৃহ ইজিপশিয়ান থিয়েটার কিনে নেয় যেখানে ছবির প্রিমিয়ার, পুরস্কার বিতরণ চলচ্চিত্র সম্পর্কিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার কথা ছিল

চলচ্চিত্র নির্মাণকে ধীরে ধীরে বড় ব্যবসা হিসেবে দাঁড় করাতে তত্পর নেটফ্লিক্স এরই মধ্যে দ্য আইরিশম্যান, ম্যারেজ স্টোরি, দ্য কিং-এর মতো চলচ্চিত্র বানিয়ে প্রতিষ্ঠানটি আভাস দিয়ে রেখেছে যে তারাও ফক্স সার্চলাইট এ২৪-এর মতো বিখ্যাত চলচ্চিত্র স্টুডিও গড়তে বদ্ধ পরিকর চলতি বছরও ডিজনির মতো প্রতিষ্ঠানের সঙ্গে টেক্কা দিয়েছে নেটফ্লিক্স তবে এর প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হাস্টিংস বলেছেন, নেটফ্লিক্স এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে একেবারেই ভিন্ন

 

সূত্র: দ্য ভার্জ মার্কেটওয়াচ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন