চীন বিষয়ে একজোট হয়ে সিদ্ধান্ত নিন —মেরকেল

বণিক বার্তা ডেস্ক

 চীনের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল নিজেদের আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তৃতাকালে গতকাল তিনি আহ্বান জানান খবর এএফপি

চীন বিষয়ে ইউরোপীয় দেশগুলো বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নিলে অবস্থা বেগতিক হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন মেরকেল বিশেষত চীনের প্রযুক্তি মানবাধিকার বিষয়ে ইইউভুক্ত দেশগুলো অভিন্ন সিদ্ধান্ত নিতে না পারলে চলমান পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ার করেন তিনি

গতকালের বক্তৃতায় জার্মান চ্যান্সেলর বলেন, চীনের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর স্বাধীন সম্পর্ক থাকায় উদ্ভূত পরিস্থিতিতে সবাই নিজেদের মতো সিদ্ধান্ত নিলে অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে বলে মনে করি আমি তিনি বলেন, বেইজিংয়ের সঙ্গে বিচ্ছিন্নভাবে সম্পর্ক রক্ষা করলে আমরা এককভাবে শক্তিশালী কোনো বার্তা দিতে ব্যর্থ হব এতে চীনের কোনো ক্ষতি হবে না তবে এটি ইউরোপে আমাদের জন্য খারাপ পরিণতি বয়ে আনতে পারে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন