মরিনহোর অঙ্গীকার

মঙ্গলবার মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে টটেনহাম, পরের দিনই নতুন হেড কোচ হিসেবে হোসে মরিনহোকে নিয়োগ করে স্পার্সরা কোচের দায়িত্ব নিয়ে মরিনহো অঙ্গীকার করেছেন, ক্লাবটিতে তিনি আবেগ সুখ ফিরিয়ে আনবেন এছাড়া সমর্থকদের মুখে হাসি ফেরানোও তার কাছে অগ্রাধিকার পাবে

প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটি টটেনহাম কিন্তু স্পার্সরা চলতি লিগে বিপর্যস্ত অবস্থায় রয়েছে মুহূর্তে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্টরা ব্যর্থতায়ই ছাঁটাই হলেন ৪৭ বছর বয়সী পচেত্তিনো এখন মরিনহোর কাঁধে ক্লাবটিকে স্বরূপে ফেরানোর দায়িত্ব তিনি আত্মবিশ্বাসীও পরশু ক্লাবের ওয়েবসাইটে প্রথম সাক্ষাত্কারে মরিনহো বলেন, আমি খুশি না হয়ে পারছি না এবং সামনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি আমি কীসের অঙ্গীকার করতে পারি? আবেগ, সত্যিকারের আবেগ আমার কাজের প্রতি আবেগ, কিন্তু আমার ক্লাবের জন্যও আবেগ থাকবে ক্যারিয়ারজুড়ে আমি এভাবেই কাজ করেছি

৫৬ বছর বয়সী পর্তুগিজ কোচ আরো বলেন, প্রিমিয়ার লিগের দৃষ্টিকোণ থেকে বিচার করলে জানি আমরা কোথায় আমি এবং এটাও ঠিক, এখানে আমরা থাকার মতো ক্লাব না আমাদের কাজ এখন ম্যাচের পর ম্যাচ খেলে যাওয়া পরের ম্যাচটি আমরা জিততে চাইব এবং তার পরের ম্যাচের ক্ষেত্রেও একই চিন্তা থাকবে এবং তার পরেরটির জন্যও মৌসুমের শেষে গিয়ে দেখব আমরা কোথায় তবে এটা ঠিক, এখন যেখানে আছি সেখান থেকে অবশ্যই ভিন্ন এক জায়গায় পৌঁছব আমরা আমি চ্যালেঞ্জের অপেক্ষায় আছি এবং ক্লাবটির সবার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছি

বুধবার টটেনহাম শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন সেশনও কাটিয়েছেন মরিনহো স্পার্সদের নিয়ে তিনি মুগ্ধ তিনি এমন একটি স্কোয়াড পেয়েছেন, যারা টানা চার মৌসুম প্রিমিয়ার লিগে সেরা চারে ছিল এবং গত চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালও খেলেছে দলটি নিয়ে মরিনহো বলেন, আমি সবসময়ই ক্লাবটির সম্ভাবনা নিয়ে কথা বলেছি আমি ক্লাবের খেলোয়াড়দের মান নিয়েও সবসময় বলেছি ক্লাবটি যে দুর্দান্ত সময় কাটিয়েছে তাও সবার জানা স্কোয়াডটি আমার ভালো লেগেছে এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে আমি ভাবছি আমার মনে হয় না বিশ্বে এমন কোনো কোচ আছেন, যিনি তরুণ খেলোয়াড়দের পছন্দ করেন না এবং তাদের গড়ে তুলতে চান না

বর্ণাঢ্য ক্যারিয়ারে পোর?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন