হংকং বিল নিয়ে চীন-মার্কিন উত্তেজনা

বণিক বার্তা ডেস্ক

 চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে প্রতিনিয়ত সহিংসতা বাড়ায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং তা থেকে বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একটি বিল পাস করেছে গত জুন থেকে হংকংয়ে চলা বিক্ষোভ সম্প্রতি সহিংস আকার ধারণ করায় এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র খবর রয়টার্স, আল জাজিরা

মঙ্গলবার মার্কিন সিনেটে দ্য হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট নামের বিলটি পাস হয় বিলটি পাসের জন্য এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে উভয় কক্ষে বিলটি পাসের পর তা আইনে পরিণত করতে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে

মার্কিন সিনেটে দ্বিতীয় আরেকটি বিলও পাস হয়েছে পাস হওয়া ওই বিল অনুযায়ী, এখন থেকে হংকং পুলিশের কাছে কাঁদানে গ্যাস, পিপার স্প্র্রে, রাবার বুলেটসহ অন্যান্য গোলাবারুদ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপিত হবে তবে সিনেটে পাস হলেও হোয়াইট হাউজ থেকে এখনো নিয়ে কোনো মন্তব্য করা হয়নি

এদিকে মার্কিন সিনেটে এমন বিল পাস হওয়ার বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে এক বিবৃতি দিয়ে বলেছে, হংকং চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার চেষ্টা বন্ধ করা উচিত আর তাদের এটা নিশ্চিত করতে হবে যেন বিলটি আইনে পরিণত না হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন