তীব্র শীতের কারণে কাশ্মীরে ৩৪ রাজবন্দি স্থানান্তর

বণিক বার্তা ডেস্ক

 শ্রীনগরে প্রচণ্ড ঠাণ্ডা পড়ায় সেন্টার হোটেলে আটক ৩৪ জন রাজবন্দির সবাইকে অন্যত্র সরিয়ে নিয়েছে ভারতের জম্মু কাশ্মীর কর্তৃপক্ষ হোটেলটিতে যথাযথ হিটিং ব্যবস্থা না থাকায় তাদের সরিয়ে নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন খবর বিজনেস স্ট্যান্ডার্ড

আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে ডাল লেকের তীরে অবস্থিত সেন্টার হোটেলে বন্দি রাখা হয় ৩৪ কাশ্মীরি নেতাকে শীতের তীব্রতা বাড়ায় আটক নেতা তাদের পাহারায় থাকা নিরাপত্তা সদস্যদের শারীরিক অবস্থার অবনতি ঘটছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে যে কারণে তাদের শ্রীনগরের এমএলএ হোস্টেলে নিয়ে যাওয়া হয়েছে

আটককৃতদের মধ্যে জম্মু কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স, পিডিপি পিপলস কনফারেন্সের নেতারাসহ প্রভাবশালী সমাজকর্মীরা রয়েছেন

চলতি মাসের শুরুতে শীত মৌসুমের প্রথম তুষারপাতের পর শ্রীনগরসহ কাশ্মীর উপত্যকার তাপমাত্রা তীব্রভাবে নেমে যায় পরিস্থিতির অবনতির কারণে শীত মৌসুমের জন্য নবগঠিত কেন্দ্রীয় অঞ্চলটির প্রশাসনিক দপ্তর শ্রীনগর থেকে জম্মুতে স্থানান্তর করা হয়েছে

আটক রাজনৈতিক নেতাদের রাখার জন্য কর্তৃপক্ষ এমএলএ হোস্টেলের কক্ষগুলোয় প্রয়োজনীয় পরিবর্তন করেছে জম্মু কাশ্মীরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হোস্টেলটিকে উপকারাগার ঘোষণা করা হয়েছে

রাজবন্দিদের মধ্যে রয়েছে পিপলস কনফারেন্সের সাজিদ লোন, ন্যাশনাল কনফারেন্সের আলি মোহাম্মদ সাগর, পিডিপির নাইম আখতার সাবেক আইএএস কর্মকর্তা শাহ ফয়সাল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন