১২০ কোটি পাউন্ডে সম্প্রচারস্বত্ব!

বিটি স্পোর্ট ১২০ কোটি পাউন্ডে (১৫০ কোটি ডলার) যুক্তরাজ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা ইউরোপা লিগের সম্প্রচারস্বত্ব ধরে রাখল

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন বছরের জন্য সম্প্রচারস্বত্ব পেল বিটি স্পোর্ট চুক্তির অংশ হিসেবে উয়েফাকে প্রতি মৌসুমে ৪০ কোটি পাউন্ড দেবে কোম্পানিটি বিনিময়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ নতুন চালু হতে যাওয়া ইউরোপা কনফারেন্স লিগের মোট ৪২০টি ম্যাচ সম্প্রচার করতে যাচ্ছে তারা

যুক্তরাজ্যে চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লিগের সম্প্রচারস্বত্ব ২০১৫ সাল থেকে বিটি স্পোর্টের দখলে ২০১৫ সালে শুরু হওয়া তিন বছরের চুক্তিতে ইউরোপিয়ান গভর্নিং বডি উয়েফার সঙ্গে ৮৯ কোটি ৭০ লাখ পাউন্ডের চুক্তি করেছিল তারা বর্তমান চুক্তিটি অবশ্য ১২০ কোটি পাউন্ডের একই অংক দিতে হবে সদ্য স্বাক্ষর করা পরবর্তী চুক্তির জন্যও

ব্রিটেনের সবচেয়ে বড় ব্রডব্যান্ড মোবাইল অপারেটর কোম্পানি বিটির মালিকানাধীন সম্প্রচার কোম্পানি হলো বিটি স্পোর্ট অর্থের বিনিময়েই চ্যানেলটি দেখতে পারেন গ্রাহকরা

আগের চুক্তির চেয়ে ৭৭টি ম্যাচ বেড়েছে এবারের চুক্তিতে এছাড়া ম্যাচের হাইলাইটস ম্যাচ চলাকালীন ভিডিও ক্লিপও অন্তর্ভুক্ত হয়েছে বিটি স্পোর্ট জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে দর্শক ২৬ শতাংশ বেড়েছে গত মৌসুমে লিভারপুল টটেনহামের মধ্যকার ফাইনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত করে দেয়ায় দর্শক অনেক বেড়েছে বলে দাবি তাদের মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্পার্সদের - গোলে হারিয়ে ষষ্ঠ ইউরোপিয়ান মুকুট জয় করে লিভারপুল ইয়ুর্গেন ক্লোপের দলের ওই সাফল্য সরাসরি দেখেছে ব্রিটেনের কোটি ১৩ লাখ দর্শক বিটির কনজিউমার বিভাগের প্রধান নির্বাহী মার্ক অ্যালেরা বলেন, যুক্তরাজ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ কাভারেজে বিটি স্পোর্ট সবসময় দৃষ্টান্ত স্থাপন করে এসেছে এবং আরেকবার আমরা বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে যুক্ত হতে পেরে খুবই রোমাঞ্চিত অতীতের যেকোনো সময়ের চেয়ে আমাদের কনটেন্ট বেড়েছে, যা আপনারা বহু উপায়ে দেখতে পাবেন বিটি স্পোর্ট ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে

এবার দরপত্রে অংশ নিয়েছিল আইটিভি স্কাই স্পোর্টসও তবে দুটি চ্যানেল প্রতিদ্বন্দ্বিতায় পেরে ওঠেনি বিটির সঙ্গে কিছু ম্যাচ দেখানোর জন্য প্রস্তাব দিয়েছিল স্ট্রিমিং সার্ভিস ডিএজেডএনও অ্যামাজন অবশ্য দরপত্রে অংশ নেয়নি, যারা আগামী ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ দেখানোর স্বত্ব লাভ করেছে

বিটি সম্প্রচারস্বত্ব পাওয়ায় ব্রিটিশ দর্শকদের কিছুটা আতঙ্কও কাজ করছে তাদের ধারণা, উচ্চমূল্যে সম্প্রচারস্বত্ব পাওয়ায় এবার গ্রাহকদের কাছ থেকে চড়া ফি আদায় করবে বিটি

দ্য সান এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন