পুরনো স্যামসাং টিভিতে চলবে না নেটফ্লিক্স

বণিক বার্তা ডেস্ক

দেশে দেশে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে অনলাইন কনটেন্ট দেখার মাধ্যম নেটফ্লিক্স। তবে ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা জানিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই পুরনো টিভিতে নেটফ্লিক্স সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মাধ্যম ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের আপডেটেড টিভি সংযোগ প্রয়োজন হবে। সিদ্ধান্তের ফলে স্যামসাংয়ের ২০১০ ২০১১ সালের মডেলে নেটফ্লিক্স সুবিধা বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোয় জনপ্রিয় রোকু বক্সের প্রথম প্রজন্মের টিভি সেটেও নেটফ্লিক্স দেখা যাবে না। খবর বিবিসি।

নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, মাধ্যমের অনলাইন কনটেন্টগুলো সর্বাধুনিক ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়। ফলে পুরনো মডেলের টিভিতে এসব কনটেন্টের মান শতভাগ ধরে রাখা সম্ভব হয় না। ব্যবহারকারীরা ভালো ডিসপ্লে সুবিধা থেকে বঞ্চিত হন। সমস্যার সমাধানে পুরনো মডেলের টিভিতে নেটফ্লিক্স সুবিধা বন্ধ করে দেয়া হচ্ছে। ঘোষণার পর পরই স্যামসাং জানিয়েছে, সিদ্ধান্তের ফলে কোম্পানিটির ২০১০ ২০১১ সালের দিককার মডেলের টিভিতে নেটফ্লিক্স দেখা যাবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন