জাপানের অর্থনীতি সমৃদ্ধ করছে চলচ্চিত্র মাধ্যম!

অর্থনীতিতে বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার যুক্ত হচ্ছে টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যম থেকে

ফিচার ডেস্ক

ফিল্ম এবং টেলিভিশন উৎপাদন বণ্টনকারী প্রতিষ্ঠানগুলো জাপানের অর্থনীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ১২৫ দশমিক ইউএস বিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে জাপান আন্তর্জাতিক মোশন পিকচার অ্যাসোসিয়েশনের (এমপিএ) প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য দেয়া হয়

টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) জাপানের মিত্সুবিসি গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত ৭৩ পৃষ্ঠার প্রতিবেদনটি তুলে ধরা হয়

প্রতিবেদনে বলা হয়, ছবি উৎপাদন এবং বণ্টনের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো জাপানের অর্থনীতিতে দশমিক ৬৭ বিলিয়ন ইউএস ডলার যোগ করেছে অন্যদিকে টেলিভিশন উৎপাদন এবং বণ্টনকারী প্রতিষ্ঠানগুলো ১৫ দশমিক বিলিয়ন ইউএস ডলার সহায়তা করেছিল

জাপানের বক্স অফিসে বার্ষিক ব্যয় হচ্ছে কোটি টাকা বক্স অফিসে সবচেয়ে বেশি আয় হয়েছিল ২০১৮ সালে বোহেমিয়ান র্যাপসোডি ১১৫ লাখ টাকা আয় করেছিল যদিও এটা এখনো বক্স অফিসের একটি বড় অংশ দখল করে আছে

ছবি বণ্টন, প্রদর্শনী, সম্প্রচারসহ প্রতিষ্ঠানগুলোয় ৫২০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান ছিল টেলিভিশন সম্প্রচারের সঙ্গে প্রায় ৩১৫ হাজারের বেশি মানুষ যুক্ত ছিল মোট কর আয়ের পরিমাণ ১২ দশমিক ৫৫ বিলিয়ন ইউএস ডলার

সেমিনারে জাপানের আইন প্রণেতারা উপস্থিত ছিলেন আলোচনায় অনলাইন পাইরেসির ঝুঁকি এবং সৃজনশীল প্রতিষ্ঠানগুলোর জন্য এর ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করা হয় পাইরেসির ওপর করা অন্য একটি প্রতিবেদনে দেখা যায়, জাপানে প্রতি মাসে ৪০ লাখেরও বেশি পাইরেটেড কন্টেন্ট দেখা হয়

কপিরাইট লঙ্ঘনের ফলে প্রতিভাবান ব্যক্তিদের পাশাপাশি জাপানের অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে সৃজনশীল কাজগুলো আজকাল তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না আমাদের উচিত এসব কাজের প্রতি যত্নশীল হওয়া এবং এগুলো সংরক্ষণ করা আইনের লঙ্ঘন কমানো এবং আইনের গ্রহণযোগ্যতা বাড়াতে ধরনের সাইটগুলো বন্ধ করে দেয়া প্রয়োজন এশিয়া প্যাসিফিকের এমপিএ স্থানীয় পর্যায়ের আইন পরামর্শদাতা মাইকেল শ্লেসিংগার সেমিনারে এসব কথা বলেন

 

সূত্র: দ্য হলিউড রিপোর্টার


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন