তহবিল সংগ্রহের খোঁজে বার্সা

চলতি মৌসুমের জন্য গত অক্টোবর হাজার ৪৭ মিলিয়ন ইউরোর বাজেট অনুমোদন করে বার্সেলোনা কিন্তু ওই টার্গেট পূরণে তাদের আগামী ৩০ জুনের আগে খেলোয়াড় বিক্রি করে অন্তত ১২৪ মিলিয়ন ইউরো আহরণ করতে হবে সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে কাতালান ক্লাবটি

আগামী শীত কিংবা গ্রীষ্মের দলবদলে কোন কোন খেলোয়াড় ন্যু ক্যাম্প ছেড়ে যাবেন, সেই তালিকা চূড়ান্ত করে ফেলেছে বার্সেলোনা, এখন শুধু সঠিক দরদাম পাওয়ার অপেক্ষা দেখে নেয়া যাক কোন কোন খেলোয়াড়কে বিদায় জানাতে তৈরি বার্সেলোনা

ইভান রাকিতিচ: ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে নিয়ে কথা ওঠে গত গ্রীষ্মের দলবদলে প্যারিস সেন্ট জার্মেই থেকে নেইমারকে কিনতে তাকে ব্যবহার করতে চেয়েছিল কাতালানরা তবে শেষ পর্যন্ত নেইমারকে কেনা হয়নি, তাই ন্যু ক্যাম্পে থেকে যান ৩১ বছর বয়সী রাকিতিচ তবে শেষ রক্ষা হচ্ছে না কোচের পরিকল্পনায় নেই, তাই ন্যু ক্যাম্প তাকে ছাড়তেই হবে ধারণা করা হচ্ছে, বিদায়ের প্রহর গুনছেন এবং ন্যু ক্যাম্পে শেষ দিনগুলো কাটাচ্ছেন রাকিতিচ সম্ভবত জানুয়ারির দলবদলেই তিনি বিদায় নেবেন

রাকিতিচের অবশ্য ক্লাব পেতে কষ্ট হবে না ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস গত গ্রীষ্মেই তাকে কিনতে চেয়েছিল এখন জুভেন্টাসের সঙ্গে তাকে কেনার রেসে যুক্ত হতে পারে ইন্টার মিলান ম্যানচেস্টার ইউনাইটেড দেখা যাক, রাকিতিচের নতুন ঠিকানা কোথায় হয়

আর্তুরো ভিদাল: চিলিয়ান কৃতী মিডফিল্ডার আর্তুরো ভিদাল ২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে নাম লেখান বার্সেলোনায় তবে জুভেন্টাস কিংবা বায়ার্নের মতো ক্যারিয়ারের অধ্যায়ে তেমন আলো ছড়াতে পারেননি কাতালানদের হয়ে এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলে গোল করেছেন চারটি তবে বার্সার ভবিষ্যৎ পরিকল্পনায় নেই তিনি এখন তাকে নতুন ঠিকানা খুঁজতে হবে ৩২ বছর বয়সী ভিদালকে নিতে আগ্রহী ইতালির ইন্টার মিলান এর আগে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ইতালির আরেক বড় ক্লাব জুভেন্টাসে খেলেছেন এবং ওই ক্লাবে খেলেই মূলত তিনি খ্যাতি পান আবারো ফিরতে পারেন ইতালিতে ভিদালের সঙ্গে কাতালানদের চুক্তি ২০২১ সাল পর্যন্ত 

ফিলিপ্পে কুতিনহো: ব্রাজিলিয়ান প্লেমেকারকে এক মৌসুমের জন্য ধার চুক্তিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ চুক্তিতে বলা আছে, কুতিনহোকে স্থায়ীভাবে কিনতে চাইলে ১২৪ মিলিয়ন ইউরো ফি দিতে হবে তাই বলা যায়, এক কুতিনহোকে বিক্রি করেই গ্রীষ্মের লক্ষ্য পূরণ করে ফেলতে পারে বার্সেলোনা

স্যামুয়েল উমতিতি: ইনজুরির কারণে গত মৌসুমে বার্সেলোনার প্রত্যাশা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন