ক্যালিফোর্নিয়ায় দাবানল

সরানো হয়েছে ৪০ হাজার মানুষ

বণিক বার্তা ডেস্ক

 ক্যালিফোর্নিয়ায় ফের দাবানলের ঘটনায় প্রায় ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রদেশটির উত্তর দক্ষিণাংশে বিভিন্ন স্থান ভবনে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা দমকা হাওয়ায় আগুন আরো বেশি অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং সপ্তাহ শেষে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবর বিবিসি

গত বছরের ক্ষয়ক্ষতি থেকে সম্পূর্ণ উঠে দাঁড়ানোর আগেই ফের দাবানলের ঘটনা ঘটল সেই দাবানলে শতাধিক মানুষ নিহত হয়েছিল এবং পুড়ে গিয়েছিল হলিউডের স্মৃতিধন্য অনেক স্থাপনা

বুধবার কিনকেড ফায়ার নামে দাবানলের সূত্রপাত হয় এতে ক্যালিফোর্নিয়ার সর্বপরিচিত ওয়াইন অঞ্চল সোনোমা কাউন্টির ১৬ হাজার একর জমি পুড়ে গেছে রাজ্যের সিনেটর মাইক ম্যাকগুইর জানান, আগুন নিয়ন্ত্রণে হাজার ৩০০ দমকলকর্মী কাজ করে যাচ্ছেন

অসমর্থিত সূত্র বলছে, একটি ক্ষতিগ্রস্ত হাইভোল্টেজের ট্রান্সমিশন লাইন থেকে কিনকেড দাবানলের সূত্রপাত হয়েছে তবে অন্য দাবানলগুলোর পেছনের কারণ জানা যায়নি ঘণ্টায় ১১২ কিলোমিটার বেড়ে দমকা হাওয়ায় আগুন আরো ছড়িয়ে যাচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন