ভাসমান আলোকচিত্র প্রদর্শনী!

হাজারো শব্দের প্রকাশ হতে পারে একটি আলোকচিত্র। শিল্প প্রদর্শনীর মধ্যে বিশ্বব্যাপিই আলোকচিত্র প্রদর্শনী বেশ জনপ্রিয়। তবে ইন্টারনেটের এই যুগে এই প্রদর্শনীর জনপ্রিয়তায় ভাটা পড়ছে তাতে সন্দেহ নেই। আর হয়তো সে কথাই চিন্তা করেই এক ব্যতিক্রম আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চীনের ঝিজিয়াং প্রদেশের শাওজিংয়ের ইস্ট লেক সিনিক স্পটে।

হ্যাঁ পাঠক, ছবি আর শিরোনামে ইতোমধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন,  বলছি ব্যতিক্রমী ভাসমান আলোকচিত্র আয়োজনের কথা। নৌকায় চড়ে হিমেল বাতাস খেতে খেতে পানির ওপরে বিশেষভাবে প্রদর্শিত ছবি দেখেছেন দর্শনার্থীরা। এমন অপরূপ দৃশ্য যে কারো মন ভরাবে।

চীন প্রজাতন্ত্রের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৪ অক্টোবর পূর্ব চীনের ঝিজিয়াং প্রদেশের শাওজিংয়ের ইস্ট লেক সিনিক স্পটে এ বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নয়নাভিরাম দৃশ্যসম্বলিত ১২০টি ‘ওয়াটার প্রুফ’ ছবি পানির ওপর এমনভাবে সেট করা হয়েছে যাতে করে তা অবস্থান পরিবর্তন না করেই পানির ওপর ভাসতে থাকে। আর নৌকায় বেড়াতে বেড়াতে আগত দর্শকরা ছবিগুলো উপভোগ করতে পারে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন