চীনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে উত্তপ্ত হংকং

গ্রেফতার ১৮০

বণিক বার্তা ডেস্ক

হংকংয়ে চলমান আন্দোলন এরই মধ্যে চার মাস হতে চলেছে গতকাল সরকারবিরোধী আন্দোলন সহিংস রূপ ধারণ করেছে বিক্ষোভকারী পুলিশের মধ্যে সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হওয়াসহ ১৮০ জনেরও বেশি গ্রেফতার হয়েছে খবর রয়টার্স

এদিকে গণপ্রজাতন্ত্রী চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গত মঙ্গলবার হংকংয়ের বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ দেখা গেছে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা শহরটির বিভিন্ন রাস্তা দখলে নিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস জলকামান নিক্ষেপ করে ওইদিন ১০০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছে বলে জানিয়েছে হংকংয়ের হাসপাতাল কর্তৃপক্ষ

আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক স্কুলবালকের বুকে গুলি লাগে স্কুলবালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ আরো চরমে ওঠে এদিকে গুলিবিদ্ধের অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে

মঙ্গলবার চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে শহরটির বিক্ষোভকারীরা বড় ধরনের বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নেয় অন্যদিকে শহরটিতে পুলিশও বিক্ষোভকারীদের দমন করার যাবতীয় প্রস্তুতি নিয়ে মাঠে নামে ফলে বিক্ষোভে একপর্যায়ে দুই পক্ষই মারমুখো হয়ে ওঠে

প্রসঙ্গত, প্রায় চার মাস আগে একটি বহিঃসমর্পণ বিলকে কেন্দ্র করে শহরটিতে গণবিক্ষোভ দেখা দেয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন