অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই সমতা লেদারের

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির নেপথ্যে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে কোম্পানিটি তথ্য জানিয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সমতা লেদার শেয়ারের দর ছিল ৬৬ টাকা ৭০ পয়সা, যা গত এক মাসের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর। এদিকে অক্টোবর শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৩ টাকা ১০ পয়সা, যা গত এক মাসে সর্বোচ্চ দর। সে হিসেবে ১২ দিনে শেয়ারটির দর বেড়েছে ২৪ দশমিক ৫৯ শতাংশ। যদিও গতকাল ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৮০ টাকা ২০ পয়সায় হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪৯ শতাংশ বা টাকা ৯০ পয়সা কম।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল পয়সা। ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৫ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করেনি সমতা লেদার। সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার। হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৭ পয়সা।

লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি সমতা লেদার। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ওই হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ১৭ পয়সা। তার আগের হিসাব বছরে লোকসান ছিল পয়সা। ২০১৭ সালের ৩০ জুন কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৫৯ পয়সা।

১৯৯৮ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে কোটি ৬১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি লাখ ২০ হাজার। এর মধ্যে ৩০ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৫ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে কোম্পানির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও হাজার ১৫। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে পিই রেশিও ৭৫২ দশমিক ৮১।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন