পজিশন অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি একাদশ

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের দরজা এরই মধ্যে শেষ হয়ে গেছে। এর মাঝে বেশকিছু বড় ধরনের দলবদল দেখা গেছে প্রিমিয়ার লিগে। যেমন হ্যারি ম্যাগুইরে এবারের দলবদলে লেস্টার সিটি ছেড়ে পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাকে পেতে ম্যানইউকে খরচ করতে হয়েছে ৮৮ মিলিয়ন ইউরো, যা তাকে ফুটবল দুনিয়ার সবচেয়ে দামি ডিফেন্ডারে পরিণত করেছে। তবে খেলোয়াড় হিসেবে ম্যাগুইরে সবচেয়ে দামি নন। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নেইমার। বার্সেলোনা থেকে পিএসজি নেইমারকে কিনেছিল ২২২ মিলিয়ন ইউরোয়। এখন পর্যন্ত যা অতিক্রম করতে পারেনি অন্য কেউ। তবে পজিশন অনুযায়ী দামি ফুটবলারের মধ্যে এবার বেশকিছু নতুন মুখও দেখা গেছে। সবচেয়ে দামি মিডফিল্ডার ম্যানসিটি তারকা রদ্রি। যিনি অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে সম্প্রতি যোগ দিয়েছেন সিটিতে। তার মূল্য ৭০ মিলিয়ন ইউরো। আছেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থেকেও যেতে না পারা পল পগবা। এদিকে বার্সা ছেড়ে চলে যাওয়ার পথে আছেন ফিলিপ্পে কুতিনহো। গুঞ্জন ছিল প্রিমিয়ার লিগের যেকোনো ক্লাবে ফিরতে পারেন তিনি। এমনকি সাবেক ক্লাব লিভারপুলে ধারে আসার খবরও বেশ প্রচার হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে ফিরতে পারেননি কুতিনহো। এখন পর্যন্ত বার্সার খেলোয়াড়ই আছেন তিনি। মার্কার করা বিশ্বের সবচেয়ে দামি তারকার একাদশে স্থান পেয়েছেন তিনিও। অবশ্য প্রিমিয়ার লিগে বন্ধ হয়ে গেলেও অন্য লিগগুলোর দলবদলের দরজা এখনো খোলা আছে। এ একাদশ তাই বদলে যেতে পারে যেকোনো মুহূর্তে। মার্কা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন