চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশে যা-ই ঘটুক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার বদলাবে না

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে যত পরিবর্তনই ঘটুক না কেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের অঙ্গীকার অপরিবর্তিত থাকবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চীনের ৭৫তম জাতীয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠান আয়োজন করে চীনা দূতাবাস।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আনন্দিত। বাংলাদেশ ও চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। তারই ধারাবাহিকতায় আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা  হবে।’

তিনি বলেন, ‘‌চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আগামী দিনে দুই দেশের মধ্যে আরো বাণিজ্য বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাদের সহযোগিতা  ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব  হবে না।’

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীন বিগত ৭৫ বছর ধরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। একই সঙ্গে চীন-বাংলাদেশ গভীর বন্ধুত্বও তৈরি হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে যত পরিবর্তনই ঘটুক না কেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিবর্তিত। চীন আন্তরিকভাবে আশা করে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্রীয় সংস্কার করবে, রাজনৈতিক স্থিতিশীলতা 

বজায় রাখবে, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের জীবন-জীবিকার উন্নতি ঘটাবে।’

অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল চীনের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন