পুঁজিবাজা‌রে বড় দরপতন

নিজস্ব প্রতি‌বেদক

ফাইল ছবি— বণিক বার্তা।

দে‌শের পুঁজিবাজা‌রে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বড় দরপত‌নের মধ্য দি‌য়ে লেন‌দেন চল‌ছে। ২৭ কোম্পানি‌কে জেড ক্যাটাগ‌রি‌তে স্থানান্ত‌রের প্রভা‌বে এ দরপতন হ‌য়ে‌ছে ব‌লে ম‌নে কর‌ছেন সং‌শ্লিষ্টরা।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেন‌দেন শুরুর প‌র কিছু সময় পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। ত‌বে শেয়ার বি‌ক্রির চা‌পে ১১টা‌র পর থে‌কে প‌য়েন্ট হারা‌তে শুরু ক‌রে সূচক। বেলা ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স ১১৫ প‌য়েন্ট বা ২ শতাংশ ক‌মে ৫ হাজার ৬২১ প‌য়ে‌ন্টে দাঁড়িয়েছে।

এ সম‌য় ডিএসই সূচক ২ দশ‌মিক ৭৮ শতাংশ ও ডিএস ৩০ সূচক ১ দশ‌মিক ৭২ শতাংশ প‌য়েন্ট হা‌রি‌য়ে‌ছে। এখন পযর্ন্ত ডিএসইতে লেন‌দেন হওয়া ৩৯৫‌টি সি‌কিউ‌রিটিজের ম‌ধ্যে দর বে‌ড়ে‌ছে ৬৫‌টির, ক‌মে‌ছে ৩০৯‌টির এবং অপ‌রিব‌র্তিত ছিল ২১‌টির বাজারদর। প্রথম তিন ঘণ্টায় এক্স‌চেঞ্জ‌টি‌তে ৩৪৬ কো‌টি টাকার লেন‌দেন হ‌য়ে‌ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন