কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

ছবি : সংগৃহীত

অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে মোজাফফর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গত বুধবার রাত ৮টার দিকে বাগভাণ্ডার সীমান্তের ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহারের সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভাণ্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭-এর কাছ দিয়ে দুই ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেন। তারা বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছিলেন। পরে ভাগভাণ্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশী বলে দাবি করেন। সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। অন্যজনকে আটক করে বিজিবি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন