ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করা হবে —ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেতেছিল। আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক—এ খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই যেন ন্যায়বিচার পায় সেটি নিশ্চিত করা হবে।’

গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩” সংশোধনবিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘অতীতে দেখেছি, এ দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে এরই মধ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে (ট্রাইব্যুনাল) পুনর্গঠন করা। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩” সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এ আইন সংশোধন করা হবে।’

শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘এত রক্তের বিনিময়ে বিজয় এসেছে। বিজয় পূর্ণতা পায় যখন মানুষ বিচার পায়। আমরা আন্তর্জাতিক আদালতের বিভিন্ন আইন, নিয়মকানুন দেখছি, বিভিন্ন দেশের বিচার ব্যবস্থা দেখছি যেসব দেশে একই রকমের ঘটনায় বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বৈরশাসকরা যেভাবে বিচার করেছে আমরা সেভাবে করতে চাই না। আমরা চাই বিচারটা যেন সত্যিকার অর্থের বিচারই হয়, এখানে কোনো প্রহসনের সুযোগ না থাকে সেটি নিশ্চিত করতে।’ 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আমি চাই সবার মতামতের ভিত্তিতে আইনটিকে এমনভাবে তৈরি করা হোক যাতে আসামি এবং ভুক্তভোগী দুই পক্ষই মনে করে যে এখানে সত্যিকারের বিচার হয়েছে, ন্যায়বিচার হয়েছে। আমরা এটি নিশ্চিত করতে চাই আমাদের আইনের মাধ্যমে যেন কোনো পক্ষই ন্যায়বিচার বঞ্চিত না হন। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন