২১ কোটি ডলারের মূলধন পেল ভারতীয় এড-টেক স্টার্টআপ

ছবি : বণিক বার্তা

ভারতের এড-টেক (শিক্ষা প্রযুক্তি) স্টার্টআপ ফিজিক্সওয়ালা ২১ কোটি ডলারের মূলধন সংগ্রহ করেছে। হর্নবিল ক্যাপিটাল, লাইটস্পিড ভেঞ্চার পার্টনারস, জিএসভি ও ওয়েস্টব্রিজ এ অর্থায়ন করেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য পৌঁছেছে ১১০ কোটি ডলারে। ২০২০ সালে প্রতিষ্ঠিত ফিজিক্সওয়ালা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফ্রি ও পেইড কোর্স সরবরাহ করে। কোর্সের গড় মূল্য ৫০ ডলারের নিচে রাখার মাধ্যমে দেশের দরিদ্র শিক্ষার্থীদের কাছে পৌঁছতে চায় কোম্পানিটি। বর্তমানে অধিগ্রহণসহ নানা উপায়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে তারা। খবর সিএনবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন