বন্যার আশঙ্কা, প্রধানমন্ত্রীর প্রস্তুতি নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

সারাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বন্যার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী। আর বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জুলাই)  দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনে কেন্দ্রে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

সভায় অর্থবছরের প্রথম ২-৩ মাস বৃষ্টি থাকায় প্রকল্পের পেপার ওয়ার্ক শেষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। আর বাজেট বাস্তবায়নে সুচারু পরিকল্পনা গ্রহণের কথা বলেন সরকার প্রধান। একনেক সভা শেষে প্রধান মন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন