উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ৩০ শতাংশের অধিক ঋণ গ্রহীতা: সুজন

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের ৩০ দশমিক ৪৪ শতাংশ ঋণ গ্রহীতা বলে উল্লেখ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি জানায়, ১৫৭ জন ঋণ গ্রহীতার মধ্যে কোটি টাকার অধিক ঋণ নিয়েছে ৫৭ জন।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য আহসান এইচ মনসুর, জাকির হোসেন ও সুজন-এর প্রধান কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারসহ আরো অনেকে।

সম্মেলনে আহসান এইচ মনসুর বলেন, উপজেলায় সব ক্ষমতা উপজেলা নির্বাহী অফিসারদের কাছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার। এটি নিশ্চিত করতে পারলে তৃণমূল থেকে নতুন নেতৃত্ব তৈরি হবে।

দেশের উপজেলা পরিষদের বর্তমান অবস্থা তুলে ধরার সময় দিলীপ কুমার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কর্তৃত্বের পাশাপাশি সংসদ সদস্যদের সংবিধান বহির্ভূত হস্তক্ষেপ প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে রেখেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন